বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা: 
		
		শিরোনাম: 
		
 প্রিয়ে, 
		তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে
		
		পাঠ ও পাঠভেদ:
		
প্রিয়ে, তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে
রাঙা চরণতলে নেচে নেচে॥
ঢিপ্ঢিপিয়ে যেতেম মারা, মাথা খুঁড়ে হতেম সারা-
কানের কাছে কচ্কচিয়ে মানটি তোমার নিতেম যেচে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: