বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৩০
শিরোনাম:
কত দিন একসাথে ছিনু ঘুমঘোর
পাঠ ও পাঠভেদ:
কথা কোস্ নে লো রাই, শ্যামের বড়াই বড়ো বেড়েছে।
কে জানে ও কেমন ক’রে মন কেড়েছে॥
শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি-
গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রাগ: ভৈরবী। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৩]।
রাগ: ভৈরবী। তাল: আড়খেমটা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৭৯।