বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তুমি আছ
কোন্ পাড়া?
পাঠ ও পাঠভেদ:
তুমি আছ কোন্ পাড়া? তোমার পাই নে যে সাড়া।
পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া॥
রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা-
এর কাছে কি হৃদয়জ্বালা।
তোমার সকল সৃষ্টিছাড়া॥
রাঙা অধর, নয়ন কালো ভরা পেটেই লাগে ভালো-
এখন পেটের মধ্যে নাড়ীগুলো দিয়েছে তাড়া॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
বিবাহ উৎসব [১২৯০ বঙ্গাব্দ, দ্বিতীয় দৃশ্য, সখা'র গান, সিন্ধু-একতাল]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুর ও তাল:
রাগ:
সিন্ধু। তাল: দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯৬।]