বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
দেখো ওই কে এসেছে।- চাও সখী, চাও।
পাঠ ও পাঠভেদ:
দেখো ওই কে এসেছে।- চাও সখী, চাও।
আকুল পরান ওর আঁখিহিল্লোলে নাচাও।– সখী, চাও॥
তৃষিত নয়ানে চাহে মুখ-পানে,
হাসিসুধা-দানে বাঁচাও।– সখী, চাও॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। সিন্ধু খাম্বাজ-খেমটা পৃষ্ঠা ৪৩৪][নমুনা]
গান
গীতবিতানের নাট্যগীতি পর্যায়ের ৩১ সংখ্যক গান।
বিবাহ উৎসব [১২৯০ বঙ্গাব্দ, তৃতীয় দৃশ্য, সখিগণ'-এর গান, সিন্ধু খাম্বাজ-খেমটা]
স্বরবিতান পঞ্চত্রিংশ (৩৫) খণ্ডের ২০ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৪-৫৫।