সখা, সাধিতে সাধাতে কত সুখ
তাহা বুঝিলে না তুমি- মনে রয়ে গেল দুখ॥
অভিমান-আঁখিজল, নয়ন ছলছল-
মুছাতে লাগে ভালো কত
তাহা বুঝিলে না তুমি- মনে রয়ে গেল দুখ॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। মিশ্র- খেমটা। পৃষ্ঠা: ৪৪৩-৪৪৪][নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: নাট্যগীতি ৩৮, পৃষ্ঠা: । [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (বৈশাখ ১৩০০), ১৯৬ রাগিনী মিশ্র-খেমটা।
বিবাহ উৎসব [১২৯০ বঙ্গাব্দ, পঞ্চম দৃশ্য, কবি'র গান, গৌরসারঙ্গ-আড়খেমটা]
স্বরলিপি গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর -কৃত স্বরলিপিসহ মুদ্রিত।
স্বরবিতান পঞ্চত্রিংশ (৩৫) খণ্ড (বিশ্বভারতী, ফাল্গুন ১৪১৩), গান সংখ্যা: ২৭, পৃষ্ঠা ৭১-৭২।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
ভাঙা গান: ইন্দিরাদেবী চৌধুরানী তাঁর 'রবীন্দ্রসংগীতের ত্রিবেণী সংগম' গ্রন্থে মূল গান হিসেবে উল্লেখ করেছেন 'সখি তরসে তরসে [মিশ্র। খেমটা]
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চত্রিংশ (৩৫) (বিশ্বভারতী, ফাল্গুন ১৪১৩) খণ্ডের সুরভেদ অংশের ৮৩-৪ পৃষ্ঠায় গানটির জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর -কৃত স্বরলিপিটিকে সুরভেদ হিসেবে তুলে ধরা হয়েছে।
স্বরবিতান পঞ্চত্রিংশ (৩৫) (বিশ্বভারতী, ফাল্গুন ১৪১৩) খণ্ডে গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে গৌড়সারং ও দাদরা।
রাগ : গৌর সারং। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৪]
রাগ : গৌর সারং। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮০।
রাগ: গৌর সারঙ। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৮।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: পা।
লয়: দ্রুত।