বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কোথা ছিলি সজনী লো,
পাঠ ও পাঠভেদ:
কোথা ছিলি সজনী লো,
মোরা যে তোরি তরে বসে আছি কাননে।
এসো সখী, এসো হেথা বসি বিজনে
আঁখি ভরিয়ে হেরি হাসিখানি॥
সাজাব সখীরে সাধ মিটায়ে,
ঢাকিব তনুখানি কুসুকেরই ভূষণে।
গগনে হাসিবে বিধু, গাহিব মৃদু মৃদু-
কাটাব প্রমোদে চাঁদনী যামিনী॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
বিবাহ উৎসব [১২৯০ বঙ্গাব্দ, ষষ্ঠ দৃশ্য, সখী'-র গান, মূলতানি-কাওয়ালি]
রাগ: ভৈরবী। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৫।]