ও কী কথা বল সখী, ছি ছি, ও কথা মনে এনো না॥
আজি সুখের দিনে জগত হাসিছে,
হেরো লো দশ দিশি হরষে ভাসিছে-
আজি ও ম্লান মুখ প্রাণে যে সহে না॥
সুখের দিনে, সখী, কেন ও ভাবনা॥
বিবাহ উৎসব [১২৯০ বঙ্গাব্দ, ষষ্ঠ দৃশ্য, সখী'-র গান, দেশ খাম্বাজ-কাওয়ালি]
সুর ও তাল:
রাগ : দেশ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৪]
রাগ: গৌড়-মল্লার। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৯
রাগ: দেশ, মল্লার। তাল: দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৩]