বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৫৪
শিরোনাম:
মা আমার, কেন তোরে ম্লান নেহারি-
পাঠ ও পাঠভেদ:
মা আমার, কেন তোরে ম্লান নেহারি-
আঁখি ছলছল, আহা।
ফুলবনে সখী-সনে খেলিতে খেলিতে হাসি হাসি দে রে করতারি॥
আয় রে বাছা, আয় রে কাছে আয়।
দু দিন রাইবি, দিন ফুরায়ে যায়-
কেমনে বিদায় দেব’ হাসিমুখ না হেরি॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের নাট্যগীতি পর্যায়ের ৪৫ সংখ্যক গান।
বিবাহ উৎসব [১২৯০ বঙ্গাব্দ, সপ্তম দৃশ্য, পিতা'-র গান, ভূপালি-কাওয়ালি]
স্বরবিতান দ্বাত্রিংশ (৩২) খণ্ডের ২১ সংখ্যক গান। পৃষ্ঠা ৪৭ ।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুর ও তাল:
রাগ: মিশ্র ভূপালী। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৭৩]
রাগ: ভূপালী। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২৬।]