বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
একদা প্রাতে কুঞ্জতলে অন্ধ বালিকা

পাঠ ও পাঠভেদ:

একদা প্রাতে কুঞ্জতলে          অন্ধ বালিকা

পত্রপুটে আনিয়া দিল পুষ্পমালিকা

কণ্ঠে পরি অশ্রুজল  ভরিল নয়নে,

বক্ষে লয়ে চুমিনু তার           দাঁড়ায়ে রমণী,

কী ধন তুমি করিছ দান          না জানো আপনি

পুষ্পসম অন্ধ তুমি   অন্ধ বালিকা,

দেখ নি নিজে মোহন কী যে    তোমার মালিকা।’