বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি উন্মাদ মধুনিশি ওগো
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: নাট্যগীতি পর্যায়ের ৫৬ সংখ্যক গান।
আজি উন্মাদ মধুনিশি ওগো চৈত্রনিশীথশশী।
তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বসি
চৈত্রনিশীথশশী॥
কত নদীতীরে কত মন্দিরে কত বাতায়নতলে
কত কানাকানি, মন-জানাজানি সাধাসাধি কত ছলে।
শাখা-প্রশাখার দ্বার-জানালার আড়ালে আড়ালে পশি
কত সুখদুখ কত কৌতুক দেখিতেছ একা বসি
চৈত্রনিশীথশশী॥
মোরে দেখো চাহি- কেহ কোথা নাহি, শূন্যভবনছাদে
নৈশ পবন কাঁদে।
তোমারি মতন একাকী আপনি চাহিয়া রয়েছি বসি
চৈত্রনিশীথশশী॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms. 274
BMSF.
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কল্পনা
আদি ব্রাহ্মসমাজ প্রেস ১৩০৭)
বিশ্বভারতী ১৩৩৪
কাব্যগ্রন্থ তৃতীয় খণ্ড (মজুমদার লাইব্রেরি ১৩১০)
কাব্যগ্রন্থ চতুর্থ খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২২)
গান (ইন্ডিয়ান প্রেস ১৩১৬)
পত্রিকা:
ভারতী (চৈত্র ১৩০৬)।
গ.
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি
নাই।