বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
অভয় দাও
তো বলি আমার Wish
কী
পাঠ ও পাঠভেদ:
অভয় দাও তো বলি আমার
Wish কী-
একটি ছটাক সোডার জলে
পাকী তিন পোয়া হুইস্কি॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায় নি।
পাঠভেদ:
অভয় দাও তো বলি আমার
Wish কী-
একটি ছটাক সোডার জলে
পাকী তিন পোয়া হুইস্কি॥ [গীতবিতান ১৩৮০]
যদি জিজ্ঞাসা কর আমার wish কি-
তোমার গা ছুঁয়ে বল্চি কেবলি হুইস্কি।
[ভারতী. জ্যৈষ্ঠ ১৩০৭]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
ভারতী পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা
থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার সভা' নামক উপন্যাস প্রকাশিত হতে থাকে। এই গানটি ১৩০৭
বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে এই উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল।
সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৭
খ্রিষ্টাব্দের বৈশাখ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা
যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৮ বৎসর বয়সের শেষের দিকে রচনা করেছিলেন।
উল্লেখ্য, গানটি ভারতী পত্রিকার
জ্যৈষ্ঠ ১৩০৭
সংখ্যায়
গানটির বাণীর পরিবর্তন ঘটেছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
নাট্যগীতি
পর্যায়ের ৬৩ সংখ্যক গান।
স্বরবিতান
ষট্পঞ্চাশত্তম
(৫৬)
খণ্ডের ২১ সংখ্যক
গান। পৃষ্ঠা ৬৩।
পত্রিকা:
ভারতী (জ্যৈষ্ঠ ১৩০৭), চিরকুমার সভা (উপন্যাস)। দ্বিতীয় পরিচ্ছেদ। অক্ষয়ের গান। ভিন্নতর পাঠ। পৃষ্ঠা: ১৮৩। [নমুনা]
সুর ও তাল:
রাগ: কালাংড়া। তাল: মুক্তছন্দ। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৩]
রাগ: কালেংড়া। তাল: ঢালা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৭।]