বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
কত কাল রবে বল' ভারত রে
পাঠ ও পাঠভেদ:
কত কাল রবে বল' ভারত রে
শুধু ডাল ভাত জল পথ্য ক’রে।
দেশে অন্নজলের হল ঘোর অনটন-
ধর’ হুইস্কি-সোডা আর মুর্গি-মটন।
যাও ঠাকুর চৈতন-চুট্কি নিয়া-
এস’ দাড়ি নাড়ি কলিমদ্দি মিয়া।
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
ভারতী পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা
থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার সভা' নামক উপন্যাস প্রকাশিত হতে থাকে। এই গানটি ১৩০৭
বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে এই উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল।
সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৭
খ্রিষ্টাব্দের বৈশাখ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা
যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৮ বৎসর বয়সের শেষের দিকে রচনা করেছিলেন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
নাট্যগীতি
পর্যায়ের ৬৪ সংখ্যক গান।
স্বরবিতান
ষট্পঞ্চাশত্তম
(৫৬)
খণ্ডের ২২ সংখ্যক
গান। পৃষ্ঠা ৬৪।
পত্রিকা:
ভারতী (জ্যৈষ্ঠ ১৩০৭), চিরকুমার সভা (উপন্যাস)।
দ্বিতীয় পরিচ্ছেদ।
অক্ষয়ের গান। ভিন্নতর পাঠ। পৃষ্ঠা: ১৮৬-১৮৭।
[নমুনা]
রাগ: খাম্বাজ। তাল: ত্রিতাল [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৩]।
রাগ: লখনৌ ঠুংরি। তাল: কাহারবা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৭৯।