বিষয়: রবীন্দ্রসঙ্গীত। গান সংখ্যা: শিরোনাম: কী জানি কী ভেবেছ মনে পাঠ ও পাঠভেদ:
গীতবিতান বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
কী জানি কী ভেবেছ মনে
খুলে বলো ললনে। কী কথা হায় ভেসে যায়
ওই ছলোছলো দুটি নয়নে।
পাণ্ডুলিপির পাঠ:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: ভারতী পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা
থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার সভা' নামক উপন্যাস প্রকাশিত হত থাকে। এই
উপন্যাসে প্রথমাংশে অক্ষয়ের গান হিসেবে এই গানটি ব্যবহার করা হয়। এই গানটি ১৩০৭
বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রকাশিত হওয়ার সূত্রে ধারণা করা যায়, রবীন্দ্রনাথ গানটি ১৩০৬
খ্রিষ্টাব্দের শেষে (সম্ভবত ফাল্গুন-চৈত্র মাসে) রচনা করেছিলেন। এই বিচারে বলা
যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৮ বৎসর বয়সে রচনা করেছিলেন।
স্বরলিপিকার: পাণ্ডুলিপি
থেকে সংগৃহীত। স্বরলিপিকারের নাম পাওয়া যায় নি।
সুর ও তাল:
রাগ : মিশ্র খাম্বাজ। এটি
ঠুংরি বা বাঙালি টপ্পা শৈলীর গান। স্বরলিপিতে তাল-বিভাগ করা হয় নি। কিন্তু
যতি-বিভাগ করা আছে। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান
।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৫]
স্বরবিতান ৫৬-এর ৭১ পৃষ্ঠায় গানটি উল্লেখ আছে ... গানের গীতিরীতি
সম্পর্কে বিশেষ অবহিত হওয়া আবশ্যক।