পাঠভেদ: ভারতী পত্রিকায় এই গানের প্রথম বাণীতে সামান্য ভিন্নতা ছিল।
আমি বড় থাকি কাছাকাছি,
তাই ভয়ে ভয়ে আছি।
নয়ন বচন কোথায় কখন্ বাজিলে বাঁচি না বাঁচি॥
চিরকুমার সভা নাটকের প্রথম সংস্করণে গানটির পাঠ ছিল বর্তমান গীতবিতানের পাঠের
মতো।
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: ভারতী পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা
থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার সভা' নামক উপন্যাস প্রকাশিত হত থাকে। এই
উপন্যাসে প্রথমাংশে অক্ষয়ের গান হিসেবে এই গানটি ব্যবহার করা হয়। এই গানটি ১৩০৭
বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রকাশিত হওয়ার সূত্রে ধারণা করা যায়, রবীন্দ্রনাথ গানটি ১৩০৬
খ্রিষ্টাব্দের শেষে (সম্ভবত ফাল্গুন-চৈত্র মাসে) রচনা করেছিলেন। এই বিচারে বলা
যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৮ বৎসর বয়সে রচনা করেছিলেন।