যারে মরণ-দশায় ধরে
সে যে শতবার ক’রে মরে।
পোড়া পতঙ্গ যত পোড়ে
তত আগুনে ঝাঁপিয়ে পড়ে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ভারতী পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার সভা' নামক উপন্যাস প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭ বঙ্গাব্দের আষাঢ় মাসে এই উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল। সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৭ খ্রিষ্টাব্দের জ্যৈষ্ঠ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ১ মাস বয়সের দিকে রচনা করেছিলেন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
পত্রিকা:
ভারতী (শ্রাবণ ১৩০৭), চিরকুমার সভা (উপন্যাস)। তৃতীয় পরিচ্ছেদ।
অক্ষয়ের গান। পৃষ্ঠা: ২৮৫।
[নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: গানটির স্বরলিপি নাই।