বিষয়: রবীন্দ্রসঙ্গীত। গান সংখ্যা: শিরোনাম:দেখব কে তোর কাছে আসে পাঠ ও পাঠভেদ:
গীতবিতান বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: নাট্যগীতি পর্যায়ের ৬৯ সংখ্যক
গান।
দেখব কে তোর কাছে আসে-
তুই রবি একেশ্বরী,
একলা আমি রইব পাশে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
দেখব কে তোর কাছে আসে-
তুই রবি একেশ্বরী, একলা আমি রইব পাশে॥ [স্বরবিতান ষট্পঞ্চাশত্তম
(৫৬) খণ্ডের (চৈত্র ১৪১৪)]
দেখ্ব কে তোর কাছে আসে!
তুই রবি একেশ্বরী, একলা আমি রৈব পাশে॥ [ভারতী (জ্যৈষ্ঠ ১৩০৭)]
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: ভারতী পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা
থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার সভা' নামক উপন্যাস প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭
বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে এই উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল।
সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৬
খ্রিষ্টাব্দের বৈশাখ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা
যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৮ বৎসর বয়সের শেষের দিকে রচনা করেছিলেন।