স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে—
পিছে পিছে আমি চলব খুঁড়িয়ে,
ইচ্ছা হবে টিকির ডগা ধ’রে
বিষ্ণুদূতের মাথাটা দিই গুঁড়িয়ে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ভারতী
পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার
সভা' নামক উপন্যাস প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭ বঙ্গাব্দের শ্রাবণ মাসে
উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল। সম্ভবত রবীন্দ্রনাথ
গানটি ১৩০৭ খ্রিষ্টাব্দের আষাঢ় মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা যায় যে,
গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ২ মাস বয়সের দিকে রচনা করেছিলেন।
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার: পাণ্ডুলিপি থেকে সংগৃহীত। স্বরলিপিকারের নাম পাওয়া যায় নি।
সুর ও তাল:
স্বরবিতান ষট্পঞ্চাশত্তম (৫৬) খণ্ডে গৃহীত স্বরলিপির সাথে রাগ তালের উল্লেখ নেই। গানটি ৪ মাত্রা ছন্দে নিবদ্ধ।
রাগ: মালকোশ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৪]
রাগ : মালকোষ। তাল : মুক্তছন্দ। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৩।
রাগ: মালকোষ। তাল: ঢালা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৩।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: