সকলই ভুলেছে ভোলা মন।
ভোলে নি, ভোলে নি শুধু
ওই চন্দ্রানন॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ভারতী
পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার
সভা' নামক উপন্যাস প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭ বঙ্গাব্দের আষাঢ় মাসে
এই উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল। সম্ভবত রবীন্দ্রনাথ
গানটি ১৩০৭ খ্রিষ্টাব্দের জ্যৈষ্ঠ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা যায়
যে, গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ১ মাস বয়সের দিকে রচনা করেছিলেন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩), পর্যায়: নাট্যগীতি (চিরকুমার সভা), ৭৪ সংখ্যক গান, পৃষ্ঠা: । [নমুনা]
চিরকুমার সভা । আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। অক্ষয়ের গান। পৃষ্ঠা: ৩২। [নমুনা]
রবীন্দ্র গ্রন্থাবলী (হিতবাদী সংস্করণ ১৩১১)। রঙ্গচিত্র। চিরকুমার সভা (গল্প)। তৃতীয় পরিচ্ছেদ। অক্ষয়ের গান। পৃষ্ঠা: ২৭৩। [নমুনা]
পত্রিকা:
ভারতী (শ্রাবণ ১৩০৭), চিরকুমার সভা (উপন্যাস)। তৃতীয় পরিচ্ছেদ। অক্ষয়ের গান। পৃষ্ঠা: ২৮৫। [নমুনা]
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: স্বরলিপি নাই।