পোড়া মনে শুধু পোড়া মুখখানি জাগে রে।
এত আছে লোক, তবু পোড়া চোখে
আর কেহ নাহি লাগে রে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ভারতী পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার সভা' নামক উপন্যাস প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭ বঙ্গাব্দের আষাঢ় মাসে এই উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল। সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৭ খ্রিষ্টাব্দের জ্যৈষ্ঠ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ১ মাস বয়সের দিকে রচনা করেছিলেন।
রাগ: ভৈরব। স্বরলিপি নেই। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১১৩ ]