বিরহে মরিব ব’লে ছিল মনে পণ,
কে তোরা বাহুতে বাঁধি করিলি বারণ॥
ভেবেছিনু অশ্রুজলে ডুবিব অকূলতলে-
কাহার সোনার তরী করিল তারণ॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ভারতী পত্রিকার ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার সভা' নামক উপন্যাস প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭ বঙ্গাব্দের আষাঢ় মাসে উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল। সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৬ খ্রিষ্টাব্দের জ্যৈষ্ঠ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ১ মাস বয়সের দিকে রচনা করেছিলেন।