বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: কার হাতে যে ধরা দেব, প্রাণ
পাঠ ও পাঠভেদ:
কার হাতে যে ধরা দেব, প্রাণ,
তাই ভাবতে বেলা অবসান॥
ডান দিকেতে তাকাই যখন বাঁয়ের লাগি কাঁদে রে মন-
বাঁয়ের লাগি ফিরলে তখন দক্ষিণেতে পড়ে টান॥
রাগ: কাফি। স্বরলিপি নেই [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩) পৃষ্ঠা: ৪৪ ]।
রাগ: কাফি। স্বরলিপি নেইা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৮১।