চলেছে ছুটিয়া পলাতকা হিয়া, বেগে বহে শিরাধমনী।
হায় হায় হায়, ধরিবারে তায় পিছে পিছে ধায় রমণী॥
বায়ুবেগভরে উড়ে অঞ্চল, লটপট বেণী দুলে চঞ্চল-
একি রে রঙ্গ! আকুল-অঙ্গ ছুটে কুরঙ্গগমনী॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
ভারতী পত্রিকার ১৩০৭
বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার সভা' নামক উপন্যাস
প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭ বঙ্গাব্দের পৌষ মাসে উপন্যাসের অষ্টম
পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল।
সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৭
খ্রিষ্টাব্দের অগ্রহায়ণ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা
যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ৭ মাস বয়সের দিকে রচনা করেছিলেন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি: