বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা:
শিরোনাম:
এই একলা মোদের হাজার মানুষ দাদাঠাকুর
পাঠ ও পাঠভেদ:
এই একলা মোদের হাজার মানুষ দাদাঠাকুর,
এই আমাদের মজার মানুষ দাদাঠাকুর॥
এই তো নানা কাজে, এই তো নানা সাজে,
এই আমাদের খেলার মানুষ দাদাঠাকুর।
সব মিলনে মেলার মানুষ দাদাঠাকুর॥
এই তো হাসির দলে, এই তো চোখের জলে,
এই তো সকল ক্ষণের মানুষ দাদাঠাকুর।
এই তো ঘরে ঘরে, এই তো বাহির করে
এই আমাদের কোণের মানুষ দাদাঠাকুর।
এই আমাদের মনের মানুষ দাদাঠাকুর॥
  • তথ্যানুসন্ধান
    • ক. রচনাকাল ও স্থান:
    • খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
      • গ্রন্থ:
        • অচলায়তন
        • গান
          • ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১
        • গীতবিতান
          • দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
          • অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। নাট্যগীত পর্যায়ের ৯৩ সংখ্যক গান।
        •  স্বরবিতান দ্বিপঞ্চাশত্তম (৫২) খণ্ডের সপ্তম (৭ সংখ্যক) গান। পৃষ্ঠা ১৯-২১। [নমুনা]
      • গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
        • স্বরলিপিকার:
        • সুর ও তাল:
          • অঙ্গ: বাউল। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৬]
          • অঙ্গ: কীর্তন। তাল: দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৭।]