বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৩৩

শিরোনাম:
পাগলিনী, তোর লাগি  কী আমি করিব বল্।
পাঠ ও পাঠভেদ:

ভাসিয়ে দে তরী    তবে   নীল সাগরোপরি।

বহিছে মৃদুল বায়,   নাচিছে মৃদু লহরী

ডুবেছে রবির কায়া,  আধো আলো, আলো ছায়া

আমরা দুজনে মিলি   যাই চলো ধীরি ধীরি

একটি তারার দীপ     যেন কনকের টিপ

দূর শৈলভুরুমাঝে     রয়েছে উজল করি।

নাহি সাড়া, নাহি শব্দ,   মন্ত্রে যেন সব স্তব্ধ-

শান্তির ছবিটি যেন   কী সুন্দর আহা মরি