বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৩৩
শিরোনাম:
পাগলিনী, তোর
লাগি কী আমি করিব বল্।
পাঠ
ও পাঠভেদ:
ভাসিয়ে দে তরী তবে নীল সাগরোপরি।
বহিছে মৃদুল বায়, নাচিছে মৃদু লহরী॥
ডুবেছে রবির কায়া, আধো আলো, আলো ছায়া—
আমরা দুজনে মিলি যাই চলো ধীরি ধীরি
একটি তারার দীপ যেন কনকের টিপ
দূর শৈলভুরুমাঝে রয়েছে উজল করি।
নাহি সাড়া, নাহি শব্দ, মন্ত্রে যেন সব স্তব্ধ-
শান্তির ছবিটি যেন কী সুন্দর আহা মরি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ: পাঠভেদ আছে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: এই গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নাই। ভারতী পত্রিকার 'ভাদ্র ১২৮৬' সংখ্যায় এই গানটি প্রকাশিত হয়েছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল - ১৮ বৎসর ৪-৫ মাস।
রাগ: জয়জয়ন্তী। তাল: ত্রিতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২৩]