বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৪৩

শিরোনাম:
ছিলে কোথা বলো, কত কী যে হল

পাঠ ও পাঠভেদ:

ছিলে কোথা বলো, কত কী যে হল

            জান না কি তা? হায় হায়, আহা!

মানদায়ে যায় যায় বাসরের প্রাণ-

            এখানে কী কর,   তুমি ফুলশর

            তারে গিয়ে করো ত্রাণ