বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৪৪

শিরোনাম:
ছিলে কোথা বলো, কত কী যে হল

পাঠ ও পাঠভেদ:


চলো চলো, চলো চলো,   চলো চলো ফুলধনু,

            চলো যাই কাজ সাধিতে।

                        দাও বিদায় রতি গো!

এমন এমন ফুল দিব আনি

            পরখিবে মানিনীহৃদয়ে হানি,

                        মরমে মরমে রমণী অমনি

                             থাকিবে গো দহিতে