বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
ফিরায়ো না মুখখানি,

পাঠ ও পাঠভেদ:

                        ফিরায়ো না মুখখানি,

            ফিরায়ো না মুখখানি রানী ওগো রানী

               ভূভঙ্গতরঙ্গ কেন আজি সুনয়নী!

হাসিরাশি গেছে ভাসি,    কোন্ দুখে সুধামুখে নাহি বাণী।

            আমারে মগন করো   তোমার   মধুর করপরশে

                        সুধাসরসে।

            প্রাণ মন পুরিয়া দাও নিবিড় হরষে।

                        হেরো শশীসুশোভন, সজনী,

                              সুন্দর রজনী।

            তৃষিতমধুপসম   কাতর হৃদয় মম-

            কোন্ প্রাণে আজি  ফিরাবে তারে পাষাণী