বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
ফিরায়ো না মুখখানি,
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
ফিরায়ো না মুখখানি,
ফিরায়ো না মুখখানি রানী ওগো রানী॥
ভূভঙ্গতরঙ্গ কেন আজি সুনয়নী!
হাসিরাশি গেছে ভাসি, কোন্ দুখে সুধামুখে নাহি বাণী।
আমারে মগন করো তোমার মধুর করপরশে
সুধাসরসে।
প্রাণ মন পুরিয়া দাও নিবিড় হরষে।
হেরো শশীসুশোভন, সজনী,
সুন্দর রজনী।
তৃষিতমধুপসম কাতর হৃদয় মম-
কোন্ প্রাণে আজি ফিরাবে তারে পাষাণী॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান: এটি একটি ভাঙা
গান। মূল গান: কহো ন ঐসী বাত [হাম্বীর। ত্রিতাল]
-
স্বরলিপিকার:
- সুর ও তাল:
- রাগ : মিশ্র। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৩]
-
রাগ: ইমন-ভূপালী। তাল: ত্রিতাল<
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৬
- রাগ: হাম্বীর
তাল: কাওয়ালি।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ১১৫]