হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী,
কেন নয়নে আসে বারি।
আজি প্রিয়তম আসিবে মোর ঘরে-
বলো কী করিব আমি সখী।
দেখা হলে, সখী, সেই প্রাণবঁধুরে কী বলিব নাহি জানি।
সে কি না জানিবে, সখী, রয়েছে যা হৃদয়ে-
না বুঝে কি ফিরে যাবে সখী॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। জয়জয়ন্তী-ধামার। পৃষ্ঠা ৪৩৮][নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: প্রেম ও প্রকৃতি ৪৬, পৃষ্ঠা: । [নমুনা]
গানের বহি (বিবিধ), ১৩৫ (বৈশাখ ১৩০০ বঙ্গাব্দ)। জয়জয়ন্তী-ধামার।
স্বরবিতান চতুঃষষ্টিতম (৬৪) খণ্ড (বিশ্বভারতী, আশ্বিন ১৪১৩), গান সংখ্যা: ৪৬, পৃষ্ঠা ৩০-৩১।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। ইন্দিরাদেবী চৌধুরানী তাঁর 'রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণীসংগম' গ্রন্থে এই গানটির মূল গান হিসেবে উল্লেখ করেছেন-'সখি কা পত বাকে [জয়জয়ন্তী। ধামার]
স্বরবিতান
চতুঃষষ্টিতম
(৬৪)
খণ্ডের
(বিশ্বভারতী,
আশ্বিন
১৪১৩) ৫১ পৃষ্ঠায়
ভাঙা গানের প্রসঙ্গ হিসেবে লেখা রয়েছে
যে, "গানটি জয়জয়ন্তী রাগে ধামার তালে 'সখি কাপত বাকে' হিন্দী গানের
আদর্শে ৫।৫।৪ ছন্দে রচিত। মূল গানটি উদ্ধৃত করা হল।*
জয়জয়ন্তী।ধামার (ধীরে)
সখি, কাঁপত বাকে ন রহে, সখি
আয় ফাগুন মাস, সখি॥
ঔর মুখ মল ভ্রমর সো করহুঁ;
আৰ
কি আৰত
যোই, সখি॥
ব্রজ মূলপতি, ওই মনমোহন,
শ্যাম বন্ধু নাহি আয়ে,
এতনি মিনতি মোরি কহিও, যাউ ন সো;
কুবজাকে ঘরে ঠাঁৰ,
সখি॥
গীতসূত্রসার ২]
*প্রফুল্লকুমার দাস। রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা :তৃতীয় খণ্ড।
কলিকাতা : সুরঙ্গমা, ১৩৮১। পৃ ৪৩।"
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। [পাণ্ডুলিপি থেকে স্বরবিতান চতুঃষষ্টিতম (৬৪) খণ্ডে (বিশ্বভারতী, আশ্বিন ১৪১৩) গৃহীত।]
সুর ও তাল:
স্বরবিতান চতুঃষষ্টিতম (৬৪) খণ্ডে (বিশ্বভারতী, আশ্বিন ১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে জয়জয়ন্তী ও ধামার।
রাগ : জয়জয়ন্তী। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮২]
রাগ : জয়জয়ন্তী (দেশ)। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৪।
রাগ: জয়জয়ন্তী। তাল: ধামার। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৫।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: রা।
লয়: