বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
জীবনে এ
কি প্রথম বসন্ত এল, এল! এল রে!
পাঠ ও পাঠভেদ:
জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল! এল রে!
নবীন বাসনায় চঞ্চল যৌবন নবীন জীবন পেল।
এল, এল।
বাহির হতে চায় মন, চায়, চায় রে-
করে কাহার অন্বেষণ।
ফাল্গুন-হাওয়ার দোল দিয়ে যায় হিল্লোল-
চিতসাগর উদ্বেল। এল, এল।
দখিনবায়ু ছুটিয়াছে, বুঝি খোঁজে কোন্ ফুল ফুটিয়াছে-
খোঁজে বনে বনে- খোঁজে আমার মনে।
নিশিদিন আছে মন জাগি কার পদপরশন-লাগি-
তারি তরে মর্মের কাছে শতদলদল মেলিয়াছে আমার মন॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি MS. NO 021: পৃষ্ঠা: ২৩ পৃষ্ঠায় এই গানটি পাওয়া যায়।[পাণ্ডুলিপি]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৫০ সংখ্যক গান।
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ডের অষ্টম গান। পৃষ্ঠা ৩৮-৩৯।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুর ও তাল: