কাছে ছিলে. দূরে গেলে- দূর হতে এসো কাছে।
ভুবন ভ্রমিলে তুমি- সে এখনো বসে আছে॥
ছিল না প্রেমের আলো, চিনিতে পারো নি ভালো-
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে॥
জটিল হয়েছে জাল, প্রতিকূল হল কাল-
উন্মদ তানে তানে কেটে গেছে তাল।
কে জানে তোমার বীণা সুরে ফিরে যাবে কিনা-
নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায় পাছে ॥
রাগ:
কেদারা।
তাল:
দাদরা [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮০।