৫৫

            বৃথা গেয়েছি বহু গান

            কোথা সঁপেছি মন প্রাণ!

তুমি তো ঘুমে নিমগন,          আমি জাগিয়া অনুখন।

আলসে তুমি অচেতন,          আমারে দহে অপমান।–

            বৃথা গেয়েছি বহু গান।

যাত্রী সবে তরী খুলে                        গেল সুদূর উপকূলে,

মহাসাগরতটমূলে      ধূ ধূ করিছে এ শ্মশান।–

কাহার পানে চাহ কবি,          একাকী বসি ম্লানছবি।

অস্তাচলে গেল রবি,        হইল দিবা অবসান।–

            বৃথা গেয়েছি বহু গান

ক. গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৫ সংখ্যক গান।
    স্বরলিপি নাই।

খ. প্রকাশ  ও গ্রন্থভুক্তি :

গ. রচনাকাল ও স্থান :

ঘ. প্রাসঙ্গিক পাঠ :
 

ঙ. স্বরলিপিকার :

চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ : মিশ্র কানাড়া।  [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৩]