বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
বুঝি এল, বুঝি এল ওরে প্রাণ।
পাঠ ও পাঠভেদ:
বুঝি এল, বুঝি এল ওরে প্রাণ।
এবার ধর্ এবার ধর্ দেখি তোর গান॥
ঘাসে ঘাসে খবর ছোটে, ধরা বুঝি শিউরে ওঠে-
দিগন্তে ওই স্তব্ধ আকাশ পেতে আছে কান॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
Ms. 125 [অচলায়তনের পাণ্ডুলিপি] [নমুনা]
Ms. 230 অচলায়তন-এর প্রথম মুদ্রিত সংস্করণের পাঠ [পাণ্ডুলিপি ] তবে পাণ্ডুলিপিতে গানটি লম্বা দাগে কেটে দেওয়া অবস্থায় দেখা যায়।
Ms. 244 [অচলায়তনের পাণ্ডুলিপি] [নমুনা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৬১ সংখ্যক গান।
স্বরবিতান একাদশ (১১, কেতকী) খণ্ডের ২০ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৪।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুর ও তাল:
রাগ : ইমন কল্যাণ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮১]