বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তরুণ
প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো
পাঠ
ও পাঠভেদ:
তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো.
নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো।
এমনি নিবিড় ক’রে এরা দাঁড়ায় হৃদয় ভ’রে-
তাই তো আমি জানি বিপুল বিশ্বভুবনখানি
অকূল-মানস-সাগর-জলে কমল টলোমলো।
তাই তো আমি জানি- আমি বাণীর সাথে বাণী,
আমি গানের সাথে গান, আমি প্রাণের সাথে প্রাণ,
আমি অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো॥
স্বরবিতান ষোড়শ (১৬, গীতপঞ্চাশিকা) খণ্ডে (আশ্বিন ১৪১৬) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩। মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
গ্রহস্বর: সা
লয়: মধ্য।