হিয়ামাঝে গোপনে হেরিয়ে তোমারে
ক্ষণে ক্ষণে পুলক যে কাঁপে কিশলয়ে,
কুসুমে কুসুমে ব্যথা লাগে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ফাল্গুন-চৈত্র ১৩২৯ বঙ্গাব্দ। [সূত্র: গীতবিতান কালানুক্রমিক সূচী, প্রভাতকুমার মুখোপাধ্যায়, টেগোর রিসার্চ ইনস্টিটিউট, পৃষ্ঠা ২০০।]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: প্রেম ও প্রকৃতি ৬৮, পৃষ্ঠা: । [নমুনা]
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: স্বরলিপি নাই।
সুর ও তাল:
এই গানটির সুর 'পিয়া বিদেশ গয়ে'- নামক একটি হিন্দী গানের অনুরূপ বলে অনুমিত। [গীতবিতান কালানুক্রমিক সূচী, প্রভাতকুমার মুখোপাধ্যায়, টেগোর রিসার্চ ইনস্টিটিউট, পৃষ্ঠা ২০০।]
রাগ : পিলু। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮২]
রাগ : পিলু। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৪।
রাগ: পীলু। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৫।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ: