কী ধ্বনি বাজে গহনচেতনামাঝে! কী আনন্দে উচ্ছ্বসিল মম তনুবীণা গহনচেতনামাঝে। মনপ্রাণহরা সুধা-ঝরা পরশে ভাবনা উদাসীনা॥ |
ক. গীতবিতানের প্রেম ও প্রকৃতি
পর্যায়ের ৭৯ সংখ্যক গান।
স্বরবিতান দ্বিষষ্টিতম (৬২)
খণ্ডের পঞ্চম গান। পৃষ্ঠা : ১৮-১৯।
ঘ. প্রাসঙ্গিক
পাঠ : এটি একটি ভাঙা গান।
মূল গান:
এ ধনি ধনি চরণ পরসত
[সূত্র: রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণী সংগম। ইন্দিরাদেব চৌধুরানী]