বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ভয় নেই রে তোদের নেই রে ভয়,
পাঠ ও পাঠভেদ:
ভয় নেই রে তোদের নেই রে ভয়,
যা চলে সব অভয়-মনে- আকাশে ওই উঠেছে শুকতারা।
দখিন-হাওয়ায় পাল তুলে দে, পাল তুলে দে-
সেই হাওয়াতে উড়ছে আমার মন।
ওই শুকতারাতে রেখে দিলেম দৃষ্টি আমার-
ভয় কিছু নেই, ভয় কিছু নেই॥
পাণ্ডুলিপির পাঠ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের 'প্রেম ও প্রকৃতি' পর্যায়ের ৮৩ সংখ্যক গান।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি নেই