বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
চলে
যাবি এই যদি তোর মনে থাকে
পাঠ ও পাঠভেদ:
চলে যাবি এই যদি তোর মনে থাকে
ডাকব না, ফিরে ডাকব না-
ডাকি নে তো সকালবেলার শুকতারাকে।
হঠাৎ ঘুমের মাঝখানে কি
বাজবে মনে স্বপন দেখি
‘হয়তো ফেলে এলেম কাকে’-
আপনি চলে আসবি তখন আপন ডাকে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
রাগ: সিন্ধু-কাফি। (স্বরলিপি নেই) [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৫০।