বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
বারে
বারে ফিরে ফিরে তোমার পানে
পাঠ ও পাঠভেদ:
বারে বারে ফিরে ফিরে তোমার পানে
দিবারাতি ঢেউয়ের মতো চিত্ত বাহু হানে,
মন্দ্রধ্বনি জেগে ওঠে উল্লোল তুফানে।
রাগরাগিণী উঠে আবর্তিয়া তরঙ্গে নর্তিয়া
গহন হতে উচ্ছলিত স্রোতে।
ভৈরবী রামকেলি পুরবী কেদারা উচ্ছ্বসি যায় খেলি,
ফেনিয়ে ওঠে জয়জয়ন্তী বাগেশ্রী কানাড়া গানে গানে॥
তোমায় আমায় ভেসে
গানের বেগে যাব নিরুদ্দেশে।
তালী-তমালী-বনরাজি-নীলা বেলাভূমিতলে ছন্দের লীলা-
যাত্রাপথে পালের হাওয়ায় হাওয়ায়
তালে তালে তানে তানে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি MS. NO 021: ৪৪ পৃষ্ঠায় এই গানটি পাওয়া যায়। [পাণ্ডুলিপি]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গ্রন্থ: গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৯২ সংখ্যক গান।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি নাই
স্বরলিপিকার: