বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনে
পাঠ ও পাঠভেদ:
যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনে
সাঁঝের বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে।
একা বসে আছি হেথায় যাতায়াতের পথের তীরে,
আজকে তারা এল আমার স্বপ্নলোকের দুয়ার ঘিরে।
সুরহারা সব ব্যথা যত একতারা তার খুঁজে ফিরে।
প্রহর-পরে প্রহর যে যায়, বসে বসে কেবল গণি
নীরব জপের মালার ধ্বনি অন্ধকারের শিরে শিরে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
১৯৪০ সালের ৩০ অক্টোবর সদ্য আরোগ্য
লাভের পর রবীন্দ্রনাথ একটি কবিতা রচনা করেন, যেটিকে আলোচ্য গানটির প্রথম পাঠ
হিসেবে
মনে করা হয়। পরবর্তীতে রোগশয্যায় কাব্যগ্রন্থের ৩ সংখ্যক কবিতা হিসেবে এটি অন্তর্ভূক্ত হয়, নিচে
তা উদ্ধৃত হল-
৩
একা বসে আছি হেথায়
যাতায়াতের পথের তীরে।
যারা বিহান-বেলায় গানের খেয়া
আনল বেয়ে প্রাণের ঘাটে,
আলোছায়ার নিত্য নাটে,
সাঁঝের বেলায় ছায়ায় তারা
মিলায় ধীরে।
আজকে তারা এল আমার
স্বপ্নলোকের দুয়ার ঘিরে;
সুরহারা সব ব্যথা যত
একতারা তার খুঁজে ফিরে।
প্রহর পরে প্রহর যে যায়,
বসে বসে কেবল গনি
নীরব জপের মালার ধ্বনি
অন্ধকারের শিরে শিরে ।।
জোড়াসাঁকো। কলিকাতা
৩০ অক্টোবর ১৯৪০
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৮০) পর্যায়: প্রেম ও প্রকৃতি-৯৯, পৃষ্ঠা: ৯১১-৯১২। [নমুনা:]
তৃতীয় খণ্ড, সংস্করণ (বিশ্বভারতী, ) পর্যায়: প্রেম ও প্রকৃতি-৯৯, পৃষ্ঠা: । [নমুনা:]
স্বরবিতান চতুঃষষ্টিতম (৬৪) খণ্ডের (বিশ্বভারতী, আশ্বিন ১৪১৩) ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ২৮-২৯।
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের কালানুক্রম:
স্বরলিপিকার:
প্রফুল্লকুমার দাস।
[
প্রফুল্লকুমার দাস-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান
চতুঃষষ্টিতম
(৬৪)
খণ্ডের
(বিশ্বভারতী,
আশ্বিন ১৪১৩)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি
৪।৪
মাত্রায় মুক্তছন্দ
তালে নিবদ্ধ।
[কাহারবা তালে নিবদ্ধ
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
স্বরবিতান চতুঃষষ্টিতম (৬৪) খণ্ডে (বিশ্বভারতী, আশ্বিন ১৪১৩) গানটির পাদদেশে তাল সম্বন্ধে বলা হয়েছে যে, "গানটির তালমুক্ত গীতরূপ বিশেষভাবে অবহিত হওয়া আবশ্যক"।
রাগ : ভৈরবী। তাল: মুক্তছন্দ। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৫।
রাগ : ভৈরবী। তাল: ঢালা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩১।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: