বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তোমার বৈশাখে ছিল প্রখর
পাঠ ও পাঠভেদ:
তোমার মনের একটি কথা আমায় বলো বলো।
তোমার নয়ন কেন এমন ছলোছলো॥
বনের 'পরে বৃষ্টি ঝরে ঝরোঝরো রবে।
সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে নীপকুঞ্জতলে।
শালের বীথিকায় বারি বহে যায় কলোকলো॥
আজি দিগন্তসীমা
বৃষ্টি-আড়ালে হারালো নীলিমা হারালো-
ছায়া পড়ে তোমার মুখের 'পরে,
ছায়া ঘনায় তব মনে মনে ক্ষণে ক্ষণে,
অশ্রুমন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলোটলো॥
পাণ্ডুলিপির পাঠ:
[Ms. 191 পাণ্ডুলিপি]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
ভাদ্র ১৩৪৫
(সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৮)।
১৩৪৫ বঙ্গাব্দের
ভাদ্র মাসে রবীন্দ্রনাথ শান্তিনকেতনে
থাকাকালীন সময়ে ৫টি গান রচনা করেন। এই গানটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন ভাদ্র মাসের
শেষের দিকে। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৭৭ বৎসর ৫ মাস বয়স।
রাগ: গৌড়মল্লার (জ্ঞ), পীলু। তাল: ষষ্ঠী। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১০০।