বিষয়:
রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: কে বলেছে তোমায়, বঁধু
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
কে বলেছে তোমায়, বঁধু, এত দুঃখ সইতে।
আপনি কেন এলে, বঁধু, আমার বোঝা বইতে
॥
প্রাণের বন্ধু, বুকের
বন্ধু,
সুখের বন্ধু, দুখের বন্ধু-
তোমায় দেব না দুখ, পাব না
দুখ,
হেরব তোমার প্রসন্ন
মুখ,
আমি সুখে দুঃখে পারব,
বন্ধু, চিরানন্দে রইতে-
তোমার সঙ্গে বিনা কথায় মনের কথা কইতে
॥
সেই চরণযুগরাজীবে॥
RBVBMS 358]
[নমুনা]।
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: প্রায়শ্চিত্ত নামক নাটকটি প্রথম
প্রকাশিত হয় ১৩১৬ বঙ্গাব্দের ৩১শে বৈশাখ-এ। এই গ্রন্থের সকল গানই ১৩১৫ বঙ্গাব্দের
শেষের দিকে রচিত একথা অনুমান করা যায়। এই বিচারে এই গানটি রবীন্দ্রনাথের ৪৭ বৎসর
বয়সের রচনা হিসেবে অনুমান করা যায়।
-
খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত।
পৃষ্ঠা: ১১৮। [
১১৮]
- গীতবিতান-এর
প্রেম (প্রেম
বৈচিত্র্য-৮৯) পর্যায়ের
১১৬ সংখ্যক গান।[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- পরিত্রাণ
(জ্যৈষ্ঠ ১৩৩৬)। দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। ধনঞ্জয়ের গান।
[রবীন্দ্ররচনাবলী বিংশ খণ্ড। বিশ্বভারতী। মাঘ ১৩৯৪]
-
স্বরবিতান নবম (৯, প্রায়শ্চিত্ত) খণ্ডের (মাঘ ১৪১২) নবম গান। পৃষ্ঠা: ২১-২২।
- পত্রিকা: সঙ্গীত-প্রকাশিকা
পত্রিকা (আষাঢ় ১৩১৬)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল।
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়।
-
সুর ও তাল:
RBVBMS 358
-এর
শিরোদেশে রাগের নাম আছে 'খাম্বাজ'।
- অঙ্গ: কীর্তন। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা।
সুধীর চন্দ। (প্যাপিরাস,
জানুয়ারি ১৯১৩)। পৃষ্ঠা : ৪৬]।
-
অঙ্গ: কীর্তন। তাল: আড়াখেমটা ১২ মাত্রা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৩।]
রাগ: মিশ্র। তাল: আড়খেমটা। [সূত্র:
স্বরবিতান নবম (৯, প্রায়শ্চিত্ত) খণ্ডের (মাঘ ১৪১২) ]
রাগ : মিশ্র বিলাবল। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান
। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৯]
গ্রহস্বর: রগা
লয়: লয়