বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: কে বলেছে তোমায়, বঁধু
পাঠ ও পাঠভেদ:

কে বলেছে তোমায়, বঁধু, এত দুঃখ সইতে।

আপনি কেন এলে, বঁধু, আমার বোঝা বইতে

    প্রাণের বন্ধু, বুকের বন্ধু,

        সুখের বন্ধু, দুখের বন্ধু-

তোমায়   দেব না দুখ, পাব না দুখ,

    হেরব তোমার প্রসন্ন মুখ,

আমি    সুখে দুঃখে পারব, বন্ধু, চিরানন্দে রইতে-

তোমার সঙ্গে বিনা কথায় মনের কথা কইতে

    সেই চরণযুগরাজীবে


 

ঙ. স্বরলিপিকার:


চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: মিশ্র। তাল: আড়খেমটা। [সূত্র:
স্বরবিতান নবম (৯, প্রায়শ্চিত্ত) খণ্ডের (মাঘ ১৪১২) ]

রাগ : মিশ্র  বিলাবল।  [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৯]

গ্রহস্বর: রগা
লয়: লয়