বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
তোমার রঙিন পাতায় লিখব প্রাণের কোন্ বারতা।

পাঠ ও পাঠভেদ:

তোমার রঙিন পাতায় লিখব প্রাণের কোন্ বারতা।

    রঙের তুলি পাব কোথা

সে রঙ তো নেই চোখের জলে,  আছে কেবল হৃদয়তলে,

    প্রকাশ করি কিসের ছলে  মনের কথা।

        কইতে গেলে রইবে কি তার সরলতা

বন্ধু, তুমি বুঝবে কি মোর সহজ বলা- নাই যে আমার ছলা-কলা।

    সুর যা ছিল বাহির ত্যেজে   অন্তরেতে উঠল বেজে

        একলা কেবল জানে সে যে  মোর দেবতা।  

           কেমন করে করব বাহির মনের কথা