বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
দুঃখ দিয়ে মেটাব দুঃখ
তোমার,
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
দুঃখ দিয়ে মেটাব দুঃখ তোমার,
স্নান করাব অতল জলে বিপুল বেদনার॥
মোর সংসার দিব যে জ্বালি, শোধন হবে এ মোহের কালি,
মরণব্যথা দিব তোমার চরণে উপহার॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-১০৯) পর্যায়ের ১৩৬ সংখ্যক গান।
চণ্ডালিকা
চণ্ডালিকা (ভাদ্র ১৩৪০)। প্রথম দৃশ্য, প্রকৃতির গান [রবীন্দ্ররচনাবলী ত্রয়বিংশ খণ্ড, বিশ্বভারতী, পৌষ ১৩৯৫। পৃষ্ঠ: ১৪৭]
চণ্ডালিকা, নৃত্যনাট্য (ফাল্গুন ১৩৪৪ বঙ্গাব্দ)। তৃতীয় দৃশ্য, প্রকৃতির গান [রবীন্দ্ররচনাবলী পঞ্চবিংশ খণ্ড, বিশ্বভারতী, মাঘ ১৩৯৫। পৃষ্ঠ: ১৭৯-৮০]
স্বরবিতান অষ্টাদশ (১৮, চণ্ডালিকা) খণ্ডের (পৌষ ১৪১২ বঙ্গাব্দ) গান। বাণী অংশ পৃষ্ঠা: ২৫-২৬। স্বরলিপি অংশ পৃষ্ঠা : ১০৩।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান অষ্টাদশ (১৮, চণ্ডালিকা) খণ্ডে (পৌষ ১৪১২ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে গানটির রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দের 'কাহারবা' তালে নিবদ্ধ।.
রাগ : মিশ্র বাহার। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
লয়: মধ্য।
গ্রহস্বর: সা