বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা:
শিরোনাম: একদিন চিনে নেবে তারে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর পাঠ: প্রেম (প্রেম বৈচিত্র্য-১১০)পর্যায়ের ১৩৭ সংখ্যক গান
একদিন চিনে নেবে তারে,
তারে চিনে নেবে
অনাদরে যে রয়েছে কুণ্ঠিতা॥
সরে যাবে নবারুণ-আলোকে এই কালো অবগুণ্ঠন—
ঢেকে রবে না রবে না মায়াকুহেলীর মলিন আবরণ
তারে চিনে নেবে॥
আজ গাঁথুক মালা সে গাঁথুক মালা,
তার দুখরজনীর অশ্রুমালা।
কখন দুয়ারে অতিথি আসিবে,
লবে তুলি মালাখানি ললাটে।
আজি জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা
পূর্ণপ্রকাশের লগন-লাগি—
তারে চিনে
নেবে॥
- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: ১৯৩৮ খ্রিষ্টাব্দের (২৭শে চৈত্র ১৩৪৪ বঙ্গাব্দ) ১০ এপ্রিল শান্তিনিকেতনের বিদ্যালয় বন্ধ হয়ে যায়। এরপর তিনি শান্তিনিকেতন থেকে কালিম্পং-এ আসেন। এখানে প্রায় ১ মাস কাটিয়ে রবীন্দ্রনাথ ১৩৪৫ বঙ্গাব্দের ৭ই জ্যৈষ্ঠ (২১ মে ১৯৩৮ খ্রিষ্টাব্দ) মংপুতে আসেন। এই সময়ের মধ্যে বৈশাখ মাসের কোনো এক দিনে কালিম্পং-এ এই গানটি রচনা করেন।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
গীতবিতান
- দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম
(প্রেম বৈচিত্র্য-১১০)পর্যায়ের ১৩৭ সংখ্যক গান।
- স্বরবিতান ত্রিপঞ্চাশত্তম
(৫৩) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩) ১২ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৪-৩৬।
[নমুনা]
- পত্রিকা: প্রবাসী (বৈশাখ ১৩৪৫)। শৈলজারঞ্জন মজুমদার-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
শৈলজারঞ্জন মজুমদার।
- সুর ও তাল:
- স্বরবিতান ত্রিপঞ্চাশত্তম (৫৩) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩), গৃহীত স্বরলিপিতে গানটির রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দের 'দাদরা' তালে নিবদ্ধ।
- রাগ : ইমন কল্যাণ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৮]
- রাগ: ইমন। অঙ্গ: বাউল। তাল: দাদরা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর
২০০৬। পৃষ্ঠা: ৩৬]
- রাগ: ইমন, ভূপালি। তাল:
দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৮।]
-
লয়: মধ্য
-
গ্রহস্বর: র্সা