বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা:
শিরোনাম:
ওরে, কী শুনেছিস ঘুমের ঘোরে,
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর পাঠ:
ওরে, কী শুনেছিস
ঘুমের ঘোরে, তোর নয়ন এল জলে ভরে॥
এত দিনে তোমায় বুঝি আঁধার ঘরে পেল খুঁজি-
পথের বঁধু দুয়ার ভেঙে পথের পথিক করবে তোরে॥
তোর
দুখের শিখায় জ্বাল্ রে প্রদীপ জ্বাল রে।
তোর
সকল দিয়ে ভরিস পূজার থাল রে।
যেন
জীবন মরণ একটি ধারায় তার চরণে আপনা হারায়,
সেই পরশে মোহের বাঁধন রূপ যেন পায় প্রেমের ডোরে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
৪ মাঘ ১৩৩৩ বঙ্গাব্দ। [স্বরবিতান ত্রয়োদশ
(১৩) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩)]
রবীন্দ্রনাথের ৬৫ বৎসর ৯ মাস বয়সের রচনা।
-
খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
-
রাগ
ও তাল:
-
স্বরবিতান ত্রয়োদশ
(১৩) খণ্ডে (জ্যৈষ্ঠ ১৪১৩) গৃহীত স্বরলিপিতে
রাগতালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি
৩।৩
ছন্দে 'দাদরা'
তালে নিবদ্ধ।
- রাগ : ছায়ানট। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি.
ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন।
বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা
: ৭১]
-
রাগ: ছায়ানট।
তাল: কাহারবা
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]। পৃষ্ঠা: ৪২
-
অঙ্গ:
ছায়ানট।
তাল: কাহারবা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১], পৃষ্ঠা: ৭৭।
গ্রহস্বর: মধ
লয়: মধ্য।