বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার মনের কোণের বাইরে
পাঠ ও পাঠভেদ:
আমার মনের কোণের বাইরে
জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥
কোন্ অনেক দূরে উদাস সুরে
আভাস যে কার পাই রে-
আছে-আছে নাই রে॥
আমার দুই হল হারা,
কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা।
কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়,
কাঁপে হৃদয় তাই রে-
গুন্গুনিয়ে গাই রে॥
পাণ্ডুলিপির পাঠ: পাণ্ডুলিপির পাঠ পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচি (টেগোর রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা, ডিসেম্বর ২০০৩) গ্রন্থে এই গানটি-সহ মোটা ১৫টি গানকে উল্লেখ করেছেন— 'অনাদিকুমার দস্তিদারের খাতা' থেকে প্রাপ্ত। এই গানগুলোর রচনার স্থান শান্তিনিকেতন এবং রচনাকাল উল্লেখ করেছেন শরৎ ১৩২৮। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৬০ বৎসর বয়সের রচনা হিসেবে গ্রহণ করা যায়।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। সুন্দর। গান ৯। পৃষ্ঠা: ১৩৩-১৩৪][নমুনা প্রথমাংশ শেষাংশ]
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ)। ১৩২৯ বঙ্গাব্দে প্রকাশিত 'নবগীতিকা প্রথম ভাগ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৬২২। [নমুনা: ৬২২]
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ)
ঋতু উৎসব (বিশ্বভারতী ১৩৩৩)
নবগীতিকা ১ (১৩২৯ বঙ্গাব্দ)।
স্বরবিতান চতুর্দশ (১৪, নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডের (বৈশাখ ১৪১৫) ১৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৬-৫৭।
স্বরবিতান চতুর্দশ (১৪, নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডে (বৈশাখ ১৪১৫) গৃহীত গানের স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৩।৩ ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ: কাফি। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
রাগ: কাফি। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩০]
রাগ: কাফি। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৭।]
গ্রহস্বর: সা
লয়: দ্রুত