বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর পাঠ:
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা-
জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা॥
গোপন চিহ্ন এঁকে যাবে
তব রথে-
জানি তুমি তারে ভুলিবে
না কোনোমতে
যার সাথে তব হল এক দিন
মিলনমেলা॥
জানি আমি যবে আঁখিজল ভরে রসের স্নানে
মিলনের বীজ অঙ্কুর ধরে নবীন প্রাণে।
খনে খনে এই চিরবিরহের
ভান,
খনে খনে এই
ভয়রোমাঞ্চদান-
তোমার প্রণয়ে সত্য সোহাগে মিথ্যা হেলা॥
- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
২ চৈত্র ১৩৩৩ বঙ্গাব্দ [১৬ মার্চ ১৯২৭ বঙ্গাব্দ]। শান্তিনিকেতনে রচিত। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৫ বৎসর ১১ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
- গীতবিতান-এর
প্রেম (প্রেম
বৈচিত্র্য-১৩৭)
পর্যায়ের ১৬৪ সংখ্যক গান।
- বনবাণী (১৩৩৮ বঙ্গাব্দ)।
-
স্বরবিতান ত্রিপঞ্চাশত্তম (৫৩) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩) ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা : ৫৪--৫৬।
- পত্রিকা:
-
বিচিত্রা (আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ)। নটরাজ-ঋতুরঙ্গশালা। শিরোনাম: বসন্তের
বিদায়। [রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ খণ্ড, বৈশাখ ১৩৯৪ বঙ্গাব্দ। পৃষ্ঠ: ২৪০।)
- সঙ্গীত বিজ্ঞান (আশ্বিন ১৩৪৪ বঙ্গাব্দ)।
শৈলজারঞ্জন মজুমদার-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
শৈলজারঞ্জন মজুমদার [স্বরলিপি]
-
সুর ও তাল:
-
স্বরবিতান ত্রিপঞ্চাশত্তম (৫৩) খণ্ডে (জ্যৈষ্ঠ ১৪১৩) গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৪।৪ মাত্রা ছন্দে
কাহারবা
তালে নিবদ্ধ।
- রাগ : বেহাগ [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
-
রাগ:
বেহাগ। তাল:
দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি
১৯৯৩)। পৃষ্ঠা: ৭৩]।
-
রাগ:
আলাহিয়া, বেহাগ। তাল:
দাদরা।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা:
১২৭।
- গ্রহস্বর:
সপা।