না রে, না রে, ভয় করব না বিদায়বেদনারে।
আপন সুধা দিয়ে ভরে দেব তারে॥
চোখের জলে
সে যে নবীন রবে, ধ্যানের মণিমালায় গাঁথা হবে,
পরব বুকের হারে॥
নয়ন হতে তুমি আসবে প্রাণে, মিলবে তোমার বাণী আমার গানে গানে।
বিরহব্যথায় বিধুর দিনে দুখের আলোয় তোমায় নেব চিনে
এ মোর সাধনা রে॥
পাঠভেদ: স্বরবিতান
ষষ্ঠ (৬,
বসন্ত) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)
পাঠভেদ অংশে এই গানটির একটি পাঠভেদ রয়েছে-
ভয় করব না
রে
না রে না রে ভয় করব না
:
স্বরলিপি, বসন্ত (১৩৩০)
ভয় করব না
: নাট্য, বসন্ত
কথার অংশ, বসন্ত (১৩৩০)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
২. প্রথম ছত্রে দুই ধরনের পাঠ দেখা যায়,
'না রে, না
রে,ভয় করব না' ও 'ভয় করব না রে বিদায় বেদনারে'।
ক. রচনাকাল ও স্থান: ২৮ মাঘ ১৩২৯ বঙ্গাব্দ (১১ ফেব্রুয়ারি ১৯২৩ খ্রিষ্টাব্দ)। শান্তিনিকেতন।
গানটি রবীন্দ্রনাথের ৬১ বৎসর ৯ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-১৫২) পর্যায়ের ১৭৯ সংখ্যক গান।
বসন্ত, জবা (ফাল্গুন ১৩২৯ বঙ্গাব্দ)।
স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) ২২ সংখ্যক গান। বাণী অংশ : পৃষ্ঠা ২৮। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৯২-৯৪।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান ষষ্ঠ খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
মিশ্র বাউল ও কীর্তনাঙ্গ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
অঙ্গ: কীর্তন। তাল- দাদরা/খেমটা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৬২]
গ্রহস্বর :
না।
লয় : মধ্য।