বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা:
শিরোনাম:
তোর
প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর পাঠ:
তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে।
তবে মরণরসে নে পেয়ালা ভরে॥
সে যে
চিতার আগুন লাগিয়ে ঢালা, সব জ্বলনের মেটায় জ্বালা―
সব
শূন্যকে
সে
অট্টহেসে
দেয়
যে
রঙিন
করে॥
তোর সূর্য ছিল গহন মেঘের মাঝে,
তোর দিন মরেছে অকাজেরই কাজে।
তবে
আসুক-না সেই তিমিররাতি লুপ্তিনেশার চরম সাথি―
তোর ক্লান্ত আঁখি দিক সে ঢাকি দিক্-ভোলাবার ঘোরে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১৩৩১-৩২ বঙ্গাব্দ ।
গানটি রবীন্দ্রনাথের ৬৩ বৎসর বয়সের রচনা।
-
খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
- গীতবিতানের প্রেম (প্রেম
বৈচিত্র্য-১৫৩)পর্যায়ের ১৮০ সংখ্যক গান।
-
রক্তকরবী, বিশুর গান। (রবীন্দ্র রচনাবলী,
পঞ্চদশ খণ্ড, ভাদ্র ১৩৯৩ বঙ্গাব্দ সংস্করণ, বিশ্বভারতী। পৃষ্ঠা ৩৫৮।)
- পত্রিকা:
-
প্রবাসী (আশ্বিন ১৩৩১ বঙ্গাব্দ)।
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি নাই
ক.
স্বরলিপি নাই।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
:
১.
২.
গ. রচনাকাল ও
স্থান :