বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
উতল হাওয়া লাগল আমার গানের তরণীত
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: প্রেম  (প্রেম 
বৈচিত্র্য-১৫৫)পর্যায়ের ১৮২ সংখ্যক গান।
উতল হাওয়া লাগল আমার গানের 
তরণীতে।
    দোলা 
লাগে দোলা লাগে
  তোমার    
চঞ্চল ওই নাচের লহরীতে॥
যদি কাটে রশি, যদি   
হাল পড়ে খসি,
    যদি   
ঢেউ ওঠে উচ্ছ্বসি,
  সম্মুখেতে মরণ যদি 
জাগে,
করি নে ভয়-নেবই তারে, নেবই 
তারে জিতে॥
	
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ: 
	[96 (iv) 
	
	নমুনা] 
	[পাণ্ডুলিপি 
	RBVBMS_101 (iii)] 
	[নমুনা] 
- 
	
	পাঠভেদ:  
- তথ্যানুসন্ধান
		- ক. রচনাকাল ও স্থান: ১৩৪০
বঙ্গাব্দ।
রবীন্দ্রনাথের
৭২ 
বৎসর  বয়সের 
রচনা।
- খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- গ্রন্থ:
			
			
				- 
				
				গীতবিতান 
					- 
					
					প্রথম খণ্ড দ্বিতীয় 
					সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮) 
- 
					
					অখণ্ড সংস্করণ, 
					তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। 
					 প্রেম  (প্রেম 
বৈচিত্র্য-১৫৫)পর্যায়ের ১৮২ সংখ্যক গান। 
 
- 
				
				তাসের দেশ (মাঘ 
১৩৪০)। 
				চতুর্থ দৃশ্য,
				
				 রুইতনের 
		গান। 
		রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা :  
				১৮৩।
- 
		
স্বরবিতান দ্বাদশ (১২, তাসের দেশ)
খণ্ডের গান। বাণী অংশ :
পৃষ্ঠা ৩৩। স্বরলিপি অংশ : ৮১-৮৩।
 
 
- গ. 
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		
		
		
			- সুর ও 
			তাল:
			
			
				- 
				স্বরবিতান-১২'এ 
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
				
				উক্ত 
				স্বরলিপিটি 
				 ৩।৩ 
				মাত্রাছন্দে 
				
				
				দাদরা
				
				 তালে।
- রাগ : মিশ্র বাউল ও কীর্তনাঙ্গ।
				 [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান 
				।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
- 
				
				
				
				অঙ্গ: কীর্তন। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত 
				: রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর 
				২০০৬)। পৃষ্ঠা: ৩৫]।
- অঙ্গ: বাউল। 
				তাল: দাদরা। 
				
				[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
				প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই 
				২০০১। পৃষ্ঠা: ৬৫]
 
 
 
গ্রহস্বর-পা। 
			
			লয়- 
		দ্রুত।